কুমিল্লায় নগরীর ছোটরা ঈদগাহর সামনে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে রাফি (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
রাফি নগরীর ২ নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক লিটন মিয়ার ছেলে।
স্থানী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় রাফি তার ৩-৪ বন্ধু মিলে হেঁটে যাওয়ার সময় খুঁটি থেকে ছিড়ে পড়া থাকা বিদ্যুতের আটকে যায়। এসময় রাফি বিদ্যুতায়িত হয়েছে বুঝতে পেরে আশপাশেরো লোকজন বাঁশ দিয়ে তাকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ বন্ধ করা হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয়রা কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কুমিল্লা সদর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ জুবায়ের জানান, সন্ধ্যায় কয়েকজন রাফি নামে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে। তারা জানায় সে বিদ্যুতায়িত হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
গত সোমবার নগরীর ঝাউতলায় বিদ্যুতায়িত হয়ে একজন আইনজীবীর মৃত্যু হয়। এই নিয়ে এ সপ্তাহের মধ্যে নগরীতে বিদ্যুতায়িত দুজনের মৃত্যু হয়।