• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

পানিতে ডুবে শিশু ও তরুণীর মৃত্যু


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৯, ২০২৪, ০৬:০০ পিএম
পানিতে ডুবে শিশু ও তরুণীর মৃত্যু
জেলার মানচিত্র

নওগাঁর পত্নীতলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশু ও এক তরুণীর মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার সদর নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামের আতাবুল ইসলামের মেয়ে জেবা (২২) পরিবারের সঙ্গে আমাইড়ে নানার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে নানার বাড়ির পাশে ঘুকসির বিলে নৌকায় ঘুরতে গিয়ে বিলের পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়।

অপর দিকে একই দিনে বদগাছী উপজেলার চাকড়াইল গ্রামের মতিনের ছেলে সার্থক (৫ ) উজিরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!