নোয়াখালীর সুবর্ণচরে গাছ পড়ে ইব্রাহীম খলিল সাগর (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে।
সাগর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুরনবী সওদাগরের ছেলে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ হেফজ বিভাগের ছাত্র সাগরসহ কয়েকজনকে নিজের বাড়ির গাছ কাটতে নিয়ে যান। সেখানে চারজন মিলে গাছের বড় একটি টুকরো নেওয়ার সময় আকস্মিকভাবে তিনজন ছেড়ে দেয়। এতে সাগর গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক। মোবাইলেও কল করে তাকে পাওয়া যায়নি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।