• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাংকারের মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০১:৫৬ পিএম
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাংকারের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার কাহারতা গ্রামে এ ঘটনা ঘটে।

রায়হান উপজেলার নলুয়া পাহাড়কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ নূরু মিয়ার ছেলে এবং এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজার ছিলেন।

সখীপুর থানার এসআই (উপ-পরিদর্শক) সাঈদুল স্থানীয়দের বরাতে জানান, রায়হান বুধবার তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে পানির মটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন। এ সময় বাড়ির লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, “আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি রায়হান আজ সকালে গোসল করার জন্য মটরের সুইচ চাপ দিয়েছিলেন। কিন্তু মটরের তার কোনোভাবে লিক থাকার কারণে পুরো মটরটাই বিদ্যুতায়িত হয়ে যায়। পরে তিনি মটরে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। আত্মীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

Link copied!