• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০৩:১২ পিএম
কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি ১০ ফুট লম্বা একরি ইরাবতী ডলফিন ভেসে এসেছে। 

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে কুয়াকাটার সৈকতের মিরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পাওয়া যায়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন বলেন,  “বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে তীরে ভেসে আসতে দেখি ডলফিনটিকে। পরে আমি বনবিভাগ খবর দিই। ডলফিনটির শরীরে চামড়া ছিল না। দেখে মনে হচ্ছে, গত দুই-তিন আগে মারা গেছে।”

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, “আমাদের সদস্যদের পাঠিয়ে ডলফিনটিকে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়।”

Link copied!