• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের পাত্র পছন্দ হয়নি বলে বাবাকে মেয়ের ছুরিকাঘাত


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৫:১৩ পিএম
বিয়ের পাত্র পছন্দ হয়নি বলে বাবাকে মেয়ের ছুরিকাঘাত

রংপুরের পীরগাছায় মেয়ের ছুরিকাঘাতে আহত হয়েছেন ফজল মাহমুদ (৫০) নামের এক পুলিশ কর্মকর্তা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তালুক ইশাত দারারপাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজল মাহমুদ শুক্রবার তার মেয়ের বিয়ের আয়োজন করেন। কিন্তু এ বিয়েতে রাজি ছিলেন না তার মেয়ে ফারজানা আক্তার। এ ঘটনায় তাকে (ফজল) কক্ষে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেন কলেজপড়ুয়া ফারজানা। এতে গুরুতর আহত হন তিনি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, পুলিশ কর্মকর্তা ফজল মাহমুদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফারজানাকে রাতেই আটক করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!