• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৬

বাবা পৌঁছে দিলেন পরীক্ষার কেন্দ্রে, হল থেকে বের হয়ে মেয়ে জানবে বাবা আর নেই


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০১:২৭ পিএম
বাবা পৌঁছে দিলেন পরীক্ষার কেন্দ্রে, হল থেকে বের হয়ে মেয়ে জানবে বাবা আর নেই
প্রধান শিক্ষক মাহবুবুর রহমান

পরীক্ষা শেষ হওয়ার পর বাবার হাত ধরে বাড়ি ফেরার কথা ছিল মেয়ের। কিন্তু তা আর হলো না। এসএসসি পরীক্ষা চলাকালীন তাসফিয়া নামের এক শিক্ষার্থীর বাবা মারা গেছেন। তবে তাসফিয়া হলে থাকায় জানে না তার বাবার মৃত্যুর খবর। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পটুয়াখালীর বাউফলে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, তাসফিয়া কালিশুরী এস এ ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থী। মাহবুবুর রহমান ওই স্কুলেরই প্রধান শিক্ষক ছিলেন। মেয়ে পরীক্ষার্থী হওয়ায় মানবিক কারণে এ বছর কেন্দ্র সচিবের দায়িত্ব গ্রহণ করেননি তিনি।

স্বজনেরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে তাসফিয়া পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ তার বাবা মাহবুবুর রহমান বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তড়িঘড়ি করে তাকে একটি গাড়িতে করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সঙ্গে ছিলেন তাসফিয়াও। অসুস্থ মাহবুবুর রহমান স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মেয়েকে পরীক্ষার কেন্দ্রে নামিয়ে দেন। সেখান থেকে বাবার অনুরোধেই কেন্দ্রে প্রবেশ করে তাসফিয়া পরীক্ষা কেন্দ্রে চলে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাউফল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ইউসুফ বলেন, স্যার সবসময় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। আজ মেয়েকে পরীক্ষায় পাঠিয়ে নিজেই না ফেরার দেশে চলে গেলেন। এটা ভাবতেই কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!