• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

ভারতীয় ইসকন সদস্যদের বাধায় শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৮:৪১ এএম
ভারতীয় ইসকন সদস্যদের বাধায় শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। চাতলাপুর শুল্ক স্টেশনের ভারত অংশের কৈলাশহরে ইসকন সদস্যরা রাস্তা বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি বা ভ্রমণকারী চলাচল করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী।

সোহেল রানা চৌধুরী বলেন, “ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। ইসকনের পতাকা হাতে তারা বিক্ষোভ করেন। ফলে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।”

সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার মমিনুল ইসলাম জানান, শুল্ক স্টেশনের বাংলাদেশ অংশে কোনো সমস্যা হয়নি। ভারতের অংশের সমস্যাটা খোঁজ নিয়ে দেখতে হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!