গ্রাহকের প্রায় সোয়া ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সিরাজগঞ্জের বেলকুচির তামাই শাখার তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ মার্চ) সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৪ মার্চ) অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের আঞ্চলিক উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলামের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, প্রথমে অভ্যন্তরীণ অডিট শেষে ব্যাংক কর্তৃপক্ষ ওই তিনজনকে পুলিশে সোপর্দ করে। এরপর মামলা করার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি তদন্তে দুদক আঞ্চলিক কার্যালয় পাবনায় পাঠানো হবে।
জনতা ব্যাংক সিরাজগঞ্জের আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, “গ্রাহকের টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।”
জনতা ব্যাংক প্রধান শাখার উপ-ব্যবস্থাপনা পরিচালক (পিআরএল) কামরুল হাসান জানান, মামলা হয়েছে। দুদক তদন্ত করবে।