• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ১১:৪০ এএম
ফরিদপুরে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল, চলছে যানবাহন
স্বাভাবিকভাবেই চলছে যানচলাচল। ছবি : সংগৃহীত

ফরিদপুরে চলমান কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই চলছে যানচলাচল। ধীরে ধীরে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। জনমনে কাটতে শুরু করেছে আতঙ্ক।

শুক্রবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে ফরিদপুর জেলায় কারফিউ শিথিল করা হয়। এই শিথিলতা চলবে রাত ১০টা পর্যন্ত। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রট মো. কামরুল আহসান তালুকদার।

কামরুল আহসান তালুকদার জানান, ফরিদপুর জেলায় সব গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কারফিউ নিশ্চিত করতে মাঠে কাজ করছে বাংলাদেশ পুলিশ ও বিজিবি। এছাড়া মাঝেমধ্যে সেনাবাহিনী টহল দিচ্ছেন। তবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় ফরিদপুরে সেনাবাহিনীর কোনো স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়নি।

কামরুল আহসান তালুকদার আরও জানান, এ জেলার পরিস্থিতি স্বাভাবিক থাকায় শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।”

Link copied!