কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। পৌর এলাকার মোট ১২টি ওয়ার্ডের ৪৩টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে এ ভোট গ্রহণ শুরু হয়।
নাগরিকদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতে এরই মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ১২ ওয়ার্ডে ১২ টি র্যাবের প্যাট্রল টিম, ১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন।
জেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোছাইন বলেন, “এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হবে বলে আশা করছি। পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।”