• ঢাকা
  • শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০, ৫ রমজান ১৪৪৫

ফসলি জমিতে গরু ঢুকে পড়ায় সংঘর্ষ, আহত ২১


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৭:২১ পিএম
ফসলি জমিতে গরু ঢুকে পড়ায় সংঘর্ষ, আহত ২১

নড়াইলের লোহাগড়ার নোয়াগ্রামে ফসলি জমিতে গরু ঢুকে পড়ায় সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্য ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আক্তার কাজী গ্রুপের কাজী সাগর হোসেনের (৪৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বাকি আহতদের মধ্যে আক্তার কাজী (৪৮), কাজী মনি মিয়া (৪৫), কাজী সামাদ (৩৮), কাজী ইকলাস (৫০), কাজী সাবু (৩৮), কাজী সৈকত (৫৫), কাজী বিল্লাল (৫৫), কাজী রেজোয়ান (২০), কাজী আরিফ (৪৮), বিউটি বেগম (৫৫) ও কাজী সাকিবের (২২) নাম জানা গেছে। তবে মোট আহত হয়েছেন ২১জন। তারা লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বর্তমান মেম্বর সাঈদ মিনা ও সাবেক মেম্বর আক্তার কাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আক্তার কাজীর ভাই খোকা কাজীর গরু গ্রামে উত্তর মাঠে রেখে আসেন। একপর্যায়ে গরুটি প্রতিপক্ষের সাইদ মিনার ক্ষেতে ঢুকে পড়লে বিপত্তি ঘটে।

এসময় সাইদ মিনার ছেলে মনিরুল মাঠে কাজ করা অন্য পক্ষের লোকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে আক্তার কাজীর পক্ষের ১২ জন এবং সাইদ মিনা পক্ষের ৯ জন আহত হন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!