দিনাজপুরের পার্বতীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিশামত কামারপুকুর গ্রামের আনানুল ইসলামের ছেলে তানভির ইসলাম মোহন (২৫) এবং তানভিরের স্ত্রী তাজমিন আক্তার (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে তানভির ইসলাম ও তার স্ত্রী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝ্যাল্লার মোড়ে পৌঁছালে রংপুরের দিক থেকে আসা ডিমবোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভির ইসলাম নিহত হন। পরে আহত অবস্থায় স্ত্রী তাজমিন আক্তারকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।