ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। সেই অভ্যুত্থানের নানা চিত্র এখন শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে। সারা দেশের মতো গাইবান্ধায়ও শিক্ষার্থীরা আঁকছেন দেওয়াল চিত্র। তাদের তুলির আঁচরে কোথাও স্থান পেয়েছে বাংলাদেশের মানচিত্র, আবার কোথাও স্থান পেয়েছে বাংলাদেশের প্রিয় পতাকা। বাদ যায়নি আন্দোলনে শহীদ হওয়া রংপুরের আবু সাঈদের ছবিও।
শুক্রবার (১৬ আগস্ট) গাইবান্ধা শহরের বিভিন্ন স্কুল কলেজের দেয়ালে দেখা গেছে এমন চিত্র। কোথাও আঁকা হয়েছে আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদের ছবি। কোথাও আঁকা হয়েছে বীর মুগ্ধের ছবি।
গাইবান্ধাবাসী বলছেন, এমন উদ্যোগ এর আগে কখনো দেখেননি তারা। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়ালে অঙ্কিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা চিত্রকলা। রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে আত্মত্যাগী শিক্ষার্থীদের প্রতিচ্ছবি ও বিভিন্ন স্লোগান।
এদিকে শিক্ষার্থীরা বলছেন, “এসব চিত্রকলার মধ্য দিয়ে আন্দোলনে শহীদদের স্মরণ করা হচ্ছে। শহীদদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ছাত্ররা স্বতঃফূর্ত ভাবে এই কাজে অংশ নিয়েছি। আমরা দেয়াল সাজানোর মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই।”