• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

মেরিন ড্রাইভে শুরু হচ্ছে দেশের দীর্ঘতম আলট্রা-ম্যারাথন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:৪৭ পিএম
মেরিন ড্রাইভে শুরু হচ্ছে দেশের দীর্ঘতম আলট্রা-ম্যারাথন
ম্যারাথন। ছবি : প্রতিনিধি

কক্সবাজারের মেরিন ড্রাইভে আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দেশের দীর্ঘতম আলট্রা-ম্যারাথন ‘কোস্টাল আলট্রা ২০২৫’। ২০০ কিলোমিটার দূরত্বের এই আলট্রা–ম্যারাথন চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

‘সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে ৩ দিনের এই আলট্রা–ম্যারাথনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’।
আলট্রা-ম্যারাথন বা আলট্রা রান হচ্ছে এক ধরনের দীর্ঘ দূরত্বের দৌড়, যেখানে গতানুগতিক ম্যারাথন দৌড়ের দূরত্ব ৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দৈর্ঘ্যের দৌড় আয়োজন করা হয়ে থাকে।

এর মধ্যে সবচেয়ে ছোট দূরত্বের আলট্রা-ম্যারাথন হচ্ছে ৫০ কিলোমিটার। কক্সবাজারের মেরিন ড্রাইভের আলট্রা–ম্যারাথনে দৌড় হবে ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল ও ২০০ কিলোমিটার বিভাগে।

কোস্টাল আলট্রা বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের দৌড়ের ইতিহাসে এই প্রথম ২০০ কিলোমিটার দূরত্বের আলট্রা-ম্যারাথন আয়োজিত হতে চলেছে। এ আয়োজনে দেশি-বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশগ্রহণ করবেন। তাদের সহায়তার জন্য থাকছেন ২৫০ জন স্বেচ্ছাসেবক। চার ক্যাটাগরির এই ম্যারাথনে কোনো নিবন্ধন ফি নেই, অংশগ্রহণকারীদের সব সেবা বিনামূল্যে দেওয়া হবে।

আলট্রা–ম্যারাথন আয়োজনে সার্বিক সহযোগিতায় আছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ও কক্সবাজার জেলা প্রশাসন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!