• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

নারায়ণগঞ্জে নাশকতার অভিযোগে কাউন্সিলর আটক


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ১২:৩০ পিএম
নারায়ণগঞ্জে নাশকতার অভিযোগে কাউন্সিলর আটক
ইসরাফিল প্রধান। ছবি : সংগৃহীত

নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটক করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (ক-সার্কেল) আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, “সম্প্রতি নারায়ণগঞ্জে ঘটে যাওয়া সহিংসতায় ইসরাফিলের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাই তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এখনো তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।”

আমিনুল ইসলাম আরও বলেন, “নাশকতা-সহিংসতার বিষয়ে ইসরাফিলকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক নাশকতার মামলা রয়েছে।”

ইসরাফিল প্রধান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কয়েক বছর আগে আওয়ামী লীগে যোগ দেন। এখন আবার তিনি ওয়ার্ড বিএনপির কমিটিতে নাম লিখিয়েছেন।

Link copied!