• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পল্লী বিদ্যুৎ সমিতির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৬:৪১ পিএম
পল্লী বিদ্যুৎ সমিতির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ

সাতক্ষীরার কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও হয়রানি এবং সাংবাদিক আরাফাত আলীসহ ৫জনের নামে মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মুন্সী আব্দুর রশিদ মুকুলের সভাপতিত্বে ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সজীব, মৌতলা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নজরুল ইসলাম, যুবলীগের সদস্য শরিফুল ইসলাম, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, মৌতলা বাজার সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন প্রমুখ।

বক্তারা বলেন, কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কাছে জিম্মি হয়ে পড়েছে এ এলাকার সাধারণ মানুষ। তাদের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচাতিা ও ঘুষবাণিজ্যের কারণে গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি মৌতলায় পল্লী বিদ্যুতের কর্মচারীদের দ্বারা হয়রানি ও মারপিটের শিকার হয়েছেন সাংবাদিকসহ কিছু নিরীহ মানুষ। এ ঘটনার সুষ্ঠ প্রতিকার না করে উল্টো সাংবাদিক আরাফাত আলীসহ ৫ জনের নামে মিথ্যা মামলা করা হয়েছে, যা খুবই দুঃজনক।

মানববন্ধন থেকে এ সময় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

Link copied!