ডিমের দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুরের বিভিন্ন বাজারের আড়তে অভিযান পরিচালনা করছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর শহরের বিভিন্ন ডিমের গোডাউনে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় তিন প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ডিমের দামে কারসাজি করা, দোকানে ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মিতালী ট্রেডার্সকে ৮ হাজার, মোল্লা স্টোরকে ৩ হাজার এবং দিশারী টেড্রার্সকে ২০ হাজার জরিমানা করা হয়।
অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ফার্ম প্রতি ডিমের পিচ ৯ দশমিক ৪৭ টাকা বিক্রি করে খুচরা ব্যবসায়ীদের কাছে। সে ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যে তাদের বিক্রি করার কথা ১০ দশমিক ৫৭ টাকা। কিন্তু এসব অসাধু ব্যবসায়ী প্রতিটি ডিম ১১ দশমিক ৫০ টাকা থেকে ১২ টাকা বিক্রি করছেন। এমন খবর পেয়ে ভোক্তাদের ন্যায্য মূল্যে ডিম ক্রয় করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে।