• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

দোকানভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ‘কমপ্লিট শাটডাউন’


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৯:২০ পিএম
দোকানভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ‘কমপ্লিট শাটডাউন’

জয়পুরহাট পৌরসভার অধীনে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা।

জয়পুরহাট পৌরসভার  অধীনে প্রায় ৫ শতাধিক ব্যবসায়ীরা রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এই কর্মসূচি পালন করে।

ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে পৌরসভার অধীনে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে পৌরসভার কর্তৃপক্ষ কয়েকগুণ ভাড়া বৃদ্ধির নোটিশ দিয়েছেন। এ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন। 

Link copied!