বৈষম্যবিরোধী আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটিতে বৈষম্য হয়েছে বলে অভিযোগ করেছে একাংশ। এ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন তারা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মহাসড়কটির মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল পালন করেন আন্দোলনকারীরা। এ সময় ৭২ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের দাবি জানান তারা।
অবরোধকারীরা অভিযোগ করেন, সদ্য ঘোষিত ২১২ সদস্যের কমিটিতে প্রায় ২০ জন ছাত্রলীগের নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। কমিটি বাতিলের দাবি জানানোর কারণে বর্তমান কমিটির নেতারা ৩ আন্দোলনকারীকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তারা।
এ সময় কেন্দ্রীয় কমিটিকে ত্যাগী ও প্রকৃত কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের দাবি জানান আন্দোলনকারীরা।
কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করা হয়। সেই সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপে ৭২ ঘণ্টার মধ্যে গঠিত কমিটি স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক পুনরায় অবরোধের হুঁশিয়ারি দেন তারা।
মহাসড়ক অবরোধের খবরে মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান তারা। এক ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু, যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ২১২ সদস্যের কমিটি অনুমোদন দেন বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তবে এই কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন কমিটির দাবি জানিয়ে আসছে একাংশ।