বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। আপাতত দুই দিন প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে। পরে পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৪ আগস্ট) কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিনিয়োগকারীদের সঙ্গে এক জরুরি বৈঠকে ইপিজেড বন্ধের সিদ্ধান্ত হয়।
ইপিজেড সূত্রে জানা যায়, শহরের কিছু অংশের পানি কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকা দিয়ে ইপিজেডে প্রবেশ করে। পরে তা বিমানবন্দর এলাকা দিয়ে বিজয়পুর খাল হয়ে ডাকাতিয়া নদীতে চলে যায়। কিন্তু ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইপিজেড এলাকার বৃষ্টির পানি আর বের হতে পারেনি। যে কারণে ইপিজেডের ভেতরে পানি প্রায় ৪-৫ ফুট পর্যন্ত জমে গেছে।
ইতোমধ্যে জিং চাং, ইউসেবিও টেক্সটাইল, গোল্ডেন চাং সুজ, বাংলাদেশ টেক্সটাইল, নেটওয়ে আউটডোরসহ কয়েকটি ফ্যাক্টরিতে পানি উঠেছে। পরে শনিবার কর্মীরা কাজ করতে অপারগতা জানান। এরপর বিনিয়োগকারীদের সঙ্গে জরুরি বৈঠকে কুমিল্লা ইপিজেড দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।