স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৩:২১ পিএম
স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় কলেজশিক্ষক নিহত

জামালপুর সদর উপজেলায় স্ত্রীসহ ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজু আহমেদ নামের এক কলেজশিক্ষক। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাদিয়া আক্তার।

শনিবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার মহেশপুর কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ জামালপুরের সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। তিনি সদর উপজেলার নান্দিনা বাজার এলাকার লিয়াকত আলীর ছেলে। তার আহত স্ত্রী সাদিয়া আক্তার জামালপুর শহরের সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে রাজু আহমেদ মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বেড়াতে বের হন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে তারা বাড়িতে ফিরছিলেন। পথে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের মহেশপুর কালীবাড়ি এলাকায় হঠাৎ তার মোটরসাইকেলের সামনে এক বৃদ্ধ নারী চলে আসেন। ওই নারীকে বাঁচাতে গিয়ে রাজু আহমেদ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে। এতে রাজু ও তার স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাদিয়া আক্তার একই হাসপাতালে চিকিৎসাধীন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

Link copied!