• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

কলেজছাত্রের মরদেহ ঝুলছিল বারান্দায়


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১১, ২০২৪, ০২:৫৮ পিএম
কলেজছাত্রের মরদেহ ঝুলছিল বারান্দায়
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আশরাফ চৌধুরী সজীব (১৮) নামের এক কলেজছাত্র গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ জুন) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলীর ১০ তলা একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। আশরাফ হোসেন সজীব কক্সবাজারের বাসিন্দা রুস্তম আলী চৌধুরীর ছেলে। তিনি ওই বাসায় সাবলেট থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, সজীব নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন। সজীব কদমতলী এলাকায় মিজান নামের একজন গার্মেন্টসকর্মীর সঙ্গে সাবলেটে থাকতেন। ওই বাসার বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!