• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুকুরে সাঁতার শিখতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৯:৫৮ এএম
পুকুরে সাঁতার শিখতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু। ছবি : সংগৃহীত

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুকুরে সাঁতার শিখতে এসে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রের নাম অর্ণব তালুকদার। তিনি সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী এবং নগরীর মদিনা মার্কেটে মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়।

স্থানীয় লোকজন জানান, অর্ণব পুকুরে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেশি থাকায় যে কারও জন্য বিপজ্জনক হতে পারে।’ তাই সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রক্টর।

Link copied!