• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৫:৩০ পিএম
নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র রায়হান ইসলামের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর নদী ঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

এর আগে সোমবার (৮ জুলাই) দুপুরে গোবিন্দনগর ইক্ষুখামার ইজতেমা মাঠ সংলগ্ন ঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

রায়হান স্থানীয় মুজিবনগর গ্রামের শহিদের ছেলে। সে স্কলার্স কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।

রায়হানের বোন রুমি আক্তার বলেন, “ওইদিন আমরা মাকে নিয়ে হাসপাতালে ছিলাম। ভাই পড়াশোনার পাশাপাশি আড়তে কাজ করে। আমি ভেবেছি সে মহাজনের কাজে আছে। আমার ভাই যে নদীতে গোসলে নেমেছিল এ কথা কেউ বলেনি। পরে জানতে পারি আমার ভাই তার পাঁচ বন্ধুর সঙ্গে নদীতে নেমে ডুবে গেছে। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। আজ আমার ভাইয়ের মরদেহ পেলাম।”

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, “আমাদের অনেক দেরিতে জানানো হয়েছে। আমরা ধারণা করছিলাম মরদেহ ভেসে অনেক দূরে চলে গেছে, নয়তো পানির নিচে বালুতে চাপা পড়ে আছে। ডুবরি দলের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও উদ্ধার অভিযানে অংশ নিলে পরে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।”

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!