• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশুকে ধর্ষণ মামলায় কলেজছাত্র গ্রেপ্তার


পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০২:৪৮ পিএম
শিশুকে ধর্ষণ মামলায় কলেজছাত্র গ্রেপ্তার
প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় কলেজছাত্র মেহেদী হাসান বাপ্পিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। এদিন রাতেই শিশুটির মা বাদী হয়ে নেছারাবাদ থানায় ধর্ষণ মামলা করেছেন।

বাপ্পি মো. মজিবুর রহমান শেখের ছেলে ও উপজেলার সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমাউন বেপারীর ভাগনে। তিনি গ্রেপ্তার এড়াতে মামা চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নেন।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই সন্তানকে ঘরে রেখে নবজাতককে জন্ম নিবন্ধন করানোর জন্য ইউনিয়ন পরিষদে যান শিশুটির মা-বাবা। এই সুযোগে বাপ্পি ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির মা বাড়িতে এসে মেয়েকে অসুস্থ দেখে প্রতিবেশীদের পরামর্শে চিকিৎসার জন্য কাউখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক থানায় যাওয়ার পরামর্শ দিলে তারা থানায় মামলা দায়ের করেন।

মামলার বাদী জানান, ঘটনার দিন দুপুরে তিনি তার নবজাতক শিশুর জন্ম নিবন্ধনের জন্য বড় মেয়েকে বাড়িতে রেখে ইউনিয়ন পরিষদে যান। বাড়িতে এসে শিশুকে অসুস্থ দেখলে জিজ্ঞাসা করলে মেহেদীর নাম বলে। পরে তিনি বিষয়টি চেয়ারম্যান হুমাউন কবিরসহ মেহেদীর মাকে জানান। কিন্তু তারা শিশুটির মাকে খারাপ কথা বলেন এমনকি শিশুটিকে নিয়ে মিথ্যা অপবাদ দেন। পরে থানায় মামলা দায়ের করেন।

মেহেদীর মামা ইউপি চেয়ারম্যান হুমাউন কবির বলেন, “ওই শিশুটির বাবা আমাকে ফোন করে ধর্ষণের কথা বলেছিল। তবে সে আমাকে শিশু ধর্ষণের কথা বলেনি। তাহলে সমাধানের চেষ্টা করতাম। এখন সম্ভব হলে আপনারা সাংবাদিকেরা মীমাংসা করে দেন।”

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহিন জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে।

Link copied!