বগুড়ার এক কলেজছাত্রীকে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে জান্নাতী খাতুন (৩৮) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে খুলনার সোনাডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিম্মি থাকা কলেজ ছাত্রীকে (২০) উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জান্নাতী খাতুন সাতক্ষীরার শীতলপুর গ্রামের আব্দুল গফফারের স্ত্রী।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এসব তথ্য জানায়।
র্যাব জানায়, বগুড়ার কাহালু উপজেলার ২০ বছর বয়সী এক কলেজছাত্রীর সঙ্গে গৃহবধূ জান্নাতীর বন্ধুত্ব হয়। একপর্যায়ে জান্নাতী বগুড়া সদরে ওই কলেজ ছাত্রীর সঙ্গে দেখা করতে এসে নানা প্রলোভনে খুলনার সোনাডাঙ্গা এলাকায় নিয়ে যায়। সেখানে কলেজছাত্রীকে আটকে রেখে তার পরিবারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে গৃহবধূ। এ ঘটনায় কলেজ ছাত্রীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় সোমবার মামলা দায়ের করেন।
বগুড়ার র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, তথ্য-প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে কলেজছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে।