কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিকর প্রভাব নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মোংলায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বক্তারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
শনিবার (৮ মার্চ) সকালে মোংলার চিলা বাজারে মোংলা নাগরিক সমাজ, ক্লিন (কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক) ও বিডাব্লিউজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট)-এর যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, “কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত পারদ, সীসা, ক্যাডমিয়াম, সালফার ও ক্রোমিয়াম নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা প্রজনন স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ফলে স্থানীয় নারীরা স্বাস্থ্যসেবা, নিরাপদ চলাচল ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।”
মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মো. নূর আলম শেখ বলেন, “নারীরা গৃহস্থালি কাজে দেশের মোট ব্যবহৃত জ্বালানির প্রায় ৪৬ শতাংশ ব্যবহার করেন, অথচ জ্বালানি নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করা হয় না। বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সময় নারীদের মতামত নেওয়া হলেও তা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে।”
নারীনেত্রী কমলা সরকার বলেন, “বিদ্যুৎ প্রকল্পের কারণে স্থানীয় এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়, যা নারীদের চলাচল ও নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলে। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলো নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উপেক্ষা করে।”
বক্তারা নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও বিদ্যুৎ খাতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি, নারীদের জন্য সহজ শর্তে সোলার হোম সিস্টেম স্থাপনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।