হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সোমবার (৭ অক্টোবর) দুপুরে নগরের জিরানী এলাকায় কারখানাটির সামনে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নেন তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গত সপ্তাহে কারখানাটির শ্রমিকেরা হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। তখন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। তবে তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই দাবিতে আজ দুপুরে টিফিনের সময় শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা কারখানার সামনে চন্দ্রা–নবীনগর সড়ক অবরোধ করেন। এতে বেলা ১টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
যানবাহন চলাচল বন্ধ থাকায় জিরানী বাজার এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের যাত্রী ও চালকেরা চরম দুর্ভোগে পড়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চলের সহাকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, শ্রমিকেরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বেলা একটার দিকে আন্দোলন শুরু করেন। পরে তাঁরা চন্দ্রা–নবীনগর সড়কে অবস্থান নিয়েছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।