নরসিংদীর শিবপুর উপজেলার ধনাইয়া এলাকা থেকে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া এলাকার ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কবির আহমেদ (৩৫) জয়নগর ইউনিয়নের ধনাইয়া এলাকার আলিম উদ্দিনের ছেলে এবং শিবপুর থানা সংলগ্ন মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কবির হোসেন ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিল। এসময় একজনের সঙ্গে ফোনে কথা বলার সময় ওই ব্যক্তি বুঝতে পারেন তিনি ছিনতাইকারীর কবলে পড়েছে। খবর পেয়ে স্বজন-প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করলেও সন্ধান পায়নি। বুধবার সকালে ওই এলাকার একটি ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
শিবপুর মডেল থানার (ওসি) আফজাল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে। তার গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।