• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রামে বন্ধ গ্যাস সরবরাহ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৪:৩১ পিএম
চট্টগ্রামে বন্ধ গ্যাস সরবরাহ

কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) এক বার্তায় গ্যাস বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

কেজিডিসিএল কর্তৃপক্ষের বার্তায় বলা হয়, মহেশখালীস্থ এলএনজি এফএসআরইউয়ের কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রাম এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ আছে। সমস্যা নিরসনে কাজ চলছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

তবে বিষয়টি নিয়ে কেজিডিসিএল কর্তৃপক্ষ আগে থেকে কোনো বিজ্ঞপ্তি প্রচার করেনি। ফলে এ নিয়ে গ্রাহকদের কোনো রকম প্রস্তুতিও ছিল না। সকালে গ্যাস বন্ধ থাকায় অনেকেই রেস্তোরাঁয় খাবারের জন্য লাইন দিয়েছেন। কিন্তু বহু রেস্তোরাঁয় রান্নাও হয়নি। অনেক এলাকায় বৈদ্যুতিক চুলা ও লাকড়ি জ্বালিয়ে রান্নার কাজ সারতে হচ্ছে গ্রাহকদের।

এদিকে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নগরের ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস মিলছে না। এ কারণে সড়কে কমে গেছে সিএনজিচালিত অটোরিকশার চলাচল।

কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) গৌতম কুণ্ডু জানান, কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহ কম থাকায় চট্টগ্রাম এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে। ত্রুটি সারানোর কাজ চলছে।

এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চট্টগ্রামের বাসিন্দারা। ছুটির দিনে রান্নার গ্যাস না থাকায় অনেকেই খাবার কিনতে ভিড় জমান হোটেলে।

Link copied!