রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় পলান (৫২) নামের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলার পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পলান পুঠিয়া উপজেলার বানেশ্বর কাচারি পাড়া এলাকার পোকরার ছেলে। তিনি বানেশ্বর হাটের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পলান নাটোর-রাজশাহী মহাসড়কের বানেশ্বর হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে মোফাক্কারুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় একটি মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”