মাদারীপুর সদর উপজেলায় অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে ২ গ্রুপের সংঘর্ষে সহোদর দুই ভাইসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের আরেক ভাইসহ ৭ জন।
শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার মধ্য খোয়াজপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্য খোয়াজপুর গ্রামের মৃত আজিবর সরদারের দুই ছেলে সাইফুল সরদার (২৭) ও আতাবুর সরদার (৪৫) এবং একই এলাকার মুজাম সরদারের ছেলে পলাশ সরদার (১৭)। গুরুতর আহত আরেক ভাই অলিল সরদারকে ঢাকায় পাঠানো করা হয়েছে।
এদিকে এ ঘটনার সময় নিহতদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান খান ও মতিন মোল্লা গ্রুপের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার সকাল ১০টার দিকে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে। একপর্যায়ে সাইফুল সরদার ও তার সহোদর ভাই আতাবুর সরদার, অলিল সরদার ও পলাশ সরদারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে শাহজাহান খান ও মতিন মোল্লা গ্রুপ। পরে তারা স্থানীয় একটি মসজিদে ঢুকে আশ্রয় নিলেও সেখানে গিয়ে সাইফুল, আতাবুর ও পলাশ সরদারের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে প্রতিপক্ষরা।
খবর পেয়ে সদর থানা পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা মসজিদের ভিতর থেকে সাইফুল ও আতাবুরের মরদেহ উদ্ধার করে। পলাশ সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হলে পথে মারা যান। আহত অলিল সরদারসহ ৭ জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অলিল ও তাজেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায়।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।
নিহত দুই সহোদর ভাইয়ের মা সুফিয়া বেগম বলেন, “আমার দুই ছেলে ও পলাশকে কুপিয়ে হত্যা করেছে শাজাহান ও মতিন মোল্লার লোকজনরা। তারা নাকি ক্ষমতায় এসেছে। তারা বালু ব্যবসা করতে দিচ্ছে না আমাদের ছেলেদের। দীর্ঘদিন ধরে খোয়াজপুর বাজার আমার ছেলেরা ইজারা নিয়ে চালাতো, সেটা দখল আর নদী থেকে বালু উত্তোলন করার জন্য নির্মমভাবে দুই ছেলেকে হত্যা করে। এই সন্ত্রাসীদের বিচার চাই।”
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, দীর্ঘদিন ধরে বালু ব্যবসার নিন্ত্রয়ণ ও দখল নিয়ে বিরোধ চলে আসছে। এর ফলে দুই ভাইসহ ৩ জনকে হত্যা করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।