রংপুরে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ করেছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রংপুর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, জীবন বীমা মোড়, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন রংপুর মহানগর জামায়াত আমির এ টি এম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমানসহ নেতারা।
মিছিল শেষে শাপলা চত্বরের সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রেখে সব ধরনের অশ্লীলতা থেকে মুক্ত থেকে সংযমের মাধ্যমে মাসটির পবিত্রতা রক্ষা করতে হবে। মানুষ নিত্যপণ্যের লাগামহীন মূল্যে অস্থির হয়ে উঠেছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। সব পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।”