• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফরিদপুর আদালতে আইন কর্মকর্তা নিয়োগ বাতিলের দাবি


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০২:৪৬ পিএম
ফরিদপুর আদালতে আইন কর্মকর্তা নিয়োগ বাতিলের দাবি

ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে আইন কর্মকর্তা নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুরের  জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ মাসুদ রানা, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাবিব, অ্যাডভোকেট কবির হোসেন, অ্যাডভোকেট হেমায়েত হোসেন, অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন প্রমুখ।

বক্তারা গত ১৭ বছর আওয়ামী লীগ শাসনামলে তাদের ওপর বিভিন্ন অনিয়ম ও বঞ্চনার কথা তুলে ধরেন। তারা বলেন, “বিগত দিনে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে অত্যাচারিত হয়েছি। অথচ আজ যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সময় সুবিধাভোগী। তারা বিগত ১৭ বছর  আওয়ামী লীগ সরকার থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা গ্রহণ করেছে।” অবিলম্বে ওই নিয়োগ বাতিল করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, “আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত শুধুমাত্র তাদেরই নিয়োগ দিতে হবে। এছাড়া  অন্য কোনো দল থেকে নিয়োগ করা হলে এটা মেনে নেওয়া যাবে না।” তাই অবিলম্বে উক্ত নিয়োগের বাতিলের দাবি করেন। তা না হলে আগামীতে কঠিন কর্মসূচির ঘোষণা করা হবে বলে সমাবেশে জানানো হয়।

Link copied!