• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশুকে গাছে বেঁধে নির্যাতন, মা-মেয়ে আটক


পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪, ০৪:৪৯ পিএম
শিশুকে গাছে বেঁধে নির্যাতন, মা-মেয়ে আটক

পিরোজপুরের নাজিরপুরে কবুতর চুরির অপবাদে সিয়াম ফকির (১১) নামের এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফিরোজা বেগম (৫৫) ও তার মেয়ে লাবনী আক্তারকে (২৬) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫৫ জুলাই) উপজেলার কালিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯-এর মাধ্যমে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। মারধরের অভিযোগে মা-মেয়েকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মামা অহিদুল শেখ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী সিয়ামের ফুফু কুরছিয়া বেগম বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে সিয়ামকে প্রতিবেশী মান্নান মল্লিকের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখতে পাই ভাইপোকে গাছের সঙ্গে বেঁধে মারধর করছেন ফিরোজা ও তার মেয়ে লাবনী। বাধা দিলে আমাকে বের করে দেওয়া হয়। পরে আমি ৯৯৯-এ কল করে থানা-পুলিশকে জানাই।”

ভুক্তভোগী শিশুটি জানায়, “বাড়ি থেকে ডেকে নিয়ে কবুতর চুরির অপবাদ দিয়ে আমাকে সুপারির গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করেন মা-মেয়ে। আমি কবুতর চুরি করিনি বললেও তারা প্রায় ৩ ঘণ্টা ধরে মারধর করেন।” 

Link copied!