• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৩:২৮ পিএম
শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন

নাটোরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে হযরত আলী (৪২) নামের এক প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এই রায় দেন।

সাজাপ্রাপ্ত হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, হযরত আলী স্থানীয় বাগরুম ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষিকা ফাতেমাতুজ জোহরার স্বামী। সেই সূত্রে মেয়েটি হযরত আলীর কাছে প্রাইভেট পড়তে যেত। ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে আসামি হযরত আলী অন্য ছাত্র-ছাত্রীকে ছুটি দিলেও মেয়েটিকে প্রশ্ন দেখানোর প্রলোভন দেখিয়ে তার নিজ বাসভবনে নিয়ে যান। এরপর ধর্ষণ করে ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন ভয়-ভীতি দেখান।

বিষয়টি জানার পর মেয়েটির বাবা ১২ জুলাই নাটোর সদর থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিলের পর শুনানি শেষে বিচারক রায় ঘোষণা করেন।

আদালত জরিমানার টাকা ভিকটিমকে প্রদানের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর।

Link copied!