শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পানিতে ডুবে তাকিয়া (৪) নামের এক শিশুর মৃতু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার মহেশ্বর পট্টি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাকিয়া ওই গ্রামের মামুন দেওয়ানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তীব্র গরমে কিশোর বয়সী ছেলে-মেয়েরা পুকুরে গোসল করছিল। এসময় পুকুর পাড়ে বসে তাদের গোসল করার দৃশ্য দেখছিল তাকিয়া। এরই মধ্যে পুকুর পাড় থেকে তাকিয়া কখন পানিতে পড়ে যায়, তা কেউ দেখেনি। পরে গোসল শেষে পুকুর থেকে ওঠার সময় মেহেদী নামের এক শিশুর পায়ে তাকিয়ার মরেদহ লাগে। এরপর মেহেদী তাকে পানি থেকে উপরে তুলে এনে কোলে করে বাড়িতে নিয়ে যায়। দ্রুত সময়ের মধ্যে স্বজনরা তাকিয়াকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বিষয়টি সংবাদ প্রকাশকে নিশ্চিত করেছেন।
ওসি বলেন, তাকিয়া নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। তার স্বজনদের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।