• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

অটোরিকশা উল্টে প্রাণ গেল শিশুর


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ১২:২৪ পিএম
অটোরিকশা উল্টে প্রাণ গেল শিশুর

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে ইশরাত জাহান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার (৫ অক্টোবর) রাতে উপজেলার জুড়ী-বটুলি শুল্ক স্টেশন সড়কের উত্তর বড়ডহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশরাত জাহা উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের দুদু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দুদু মিয়া স্ত্রী-সন্তানকে নিয়ে বড়লেখা উপজেলার শ্বশুরবাড়ি থেকে অটোরিকশায় করে নিজের বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে উত্তর বড়ডহর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ইশরাত ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় দুদু মিয়া, তাঁর স্ত্রী সামিয়া বেগম, অটোরিকশার চালক হোসেন আহমদ, মোটরসাইকেলের চালক ইদ্রিস আলী ও আরোহী আল আমিন আহত হন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, অটোরিকশা উল্টে শিশু ইশরাতের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!