• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০৩:১৬ পিএম
কুড়িগ্রামে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল
ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল। ছবি : সংবাদ প্রকাশ

কুড়িগ্রামে মশাল হাতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংসদের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কলেজ মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকার মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ফেরার পথে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলা ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, “প্রত্যেক স্বৈরাচারেরই পতন অনিবার্য। স্বৈরাচারেরা পতনের শেষ মুহূর্তে অস্ত্র হিসেবে বেছে নেয় সন্ত্রাস। ছাত্র ইউনিয়নের ওপর ছাত্রলীগের এই সন্ত্রাসী হামলা তারই প্রমাণ। সেইসব সন্ত্রাসীদের জানিয়ে দিতে চাই অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া ছাত্র ইউনিয়ন শুধু প্রতিবাদই করতে জানে না, প্রতিরোধও করতে জানে।”

এ বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন জেলা সংসদের সহসাধারণ সম্পাদক রতন চন্দ্র অধিকারী, সাংগঠনিক সম্পাদক তাজবীর আহমেদ মুগ্ধ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুড়িগ্রামের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাজু প্রমুখ।

উল্লেখ্য, মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর টিএসসিতে আড্ডা দিয়ে ফেরার পথে শাহবাগ, টিএসসি ও ভিসি চত্বরে ছাত্র ইউনিয়নের নেতাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে ছাত্র ইউনিয়নের চার নেতা আহত হয়েছেন।

আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মঈন আহমেদ, ঢাকা মহানগর শাখার সহসাধারণ সম্পাদক শুভ্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতা শাহরিয়ার শিহাব।

Link copied!