ছাত্রশিবির যে রগ কাটে, এমন অভিযোগ কখনোই প্রমাণিত হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, “ছাত্রশিবির যে রগ কাটে, এ অভিযোগ প্রথম ওঠে ১৯৯৩ সালে। তবে সেই অভিযোগ কখনও কোনোদিন প্রমাণিত হয়নি।”
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মঞ্জুরুল ইসলাম বলেন, “ইসলামি ছাত্রশিবিরের শত শত নেতাকর্মী শহীদ হয়েছেন। যারাই আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন তারাই আমাদের নেতাকর্মীদের হত্যা করেছেন। এটা রাষ্ট্রীয়ভাবে প্রমাণিত যে ১৯৯৩ সালে সরকার, রাষ্ট্র নিজেরাই প্রমাণ করেছে এসব অভিযোগের ভিত্তি নেই।”
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, “আওয়ামী শাসনামলে ছাত্রলীগ সাড়ে ১৫ বছর ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার অধিকার থেকে আমাদের বঞ্চিত করে রেখেছিল। তাই দেশে ছাত্র রাজনীতির সংস্কার দরকার। সুস্থ ও সুষ্ঠু ধারার রাজনীতি হওয়া উচিত।”
মঞ্জুরুল ইসলাম বলেন, “ছাত্র রাজনীতির মাধ্যমে জাতির বীরত্ব গ্রহণের নেতৃত্ব তৈরি হয়। জাতিকে যারা নেতৃত্ব দেয় তারাই এক সময় ছাত্র রাজনীতির মূল কাণ্ডারি হিসেবে ভূমিকা পালন করে এসেছেন। আমাদের ছাত্র রাজনীতির ইতিহাস সমৃদ্ধ। আমরা যদি ৫২, ৪৭, ৭১-এর কথা বলি, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলি, সর্বশেষ ২৪-এর ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনের কথা বলি, সব আন্দোলনে ছাত্ররাই অগ্রণী ভূমিকা রেখেছে। সকল ছাত্ররাই দলমত নির্বিশেষে এসব আন্দোলনে অংশ নিয়েছে।”
কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামি ছাত্রশিবির পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা।