• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৫, ০৯:১৮ পিএম
ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
গ্রেপ্তাররা। ছবি : সংগৃহীত

নেত্রকোনায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্র সংগঠনটির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার (২৭), সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), লোকমান হোসেন (২৮), পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫) ও সদস্য রাহুল রায় (২৪)।

তথ্যটি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান।

লুৎফর রহমান বলেন, “শুক্রবার ভোরে জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরী বাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।”

লুৎফর রহমান আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতঙ্কিত করার লক্ষে মিছিল করছিল। এ কারণে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!