• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

দোকানিকে গরম পানিতে ঝলসে দিলেন ছাত্রলীগ নেতা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৮:২০ এএম
দোকানিকে গরম পানিতে ঝলসে দিলেন ছাত্রলীগ নেতা

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক হাসান বিদ্যুতের বিরুদ্ধে গরম পানি ঢেলে প্রতিবন্ধী এক চা-দোকানির হাত ঝলসে দেওয়ার অভিযোগ উঠছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সান্ন্যালপাড়া এলাকায় পাওনা টাকা চাওয়ায়  এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত বিদ্যুৎ একই এলাকার বদিউর রহমানের ছেলে। 

ভুক্তভোগীর চা-দোকানির নাম আব্বাস আলী মন্ডল (৭৭)।

চা-দোকানি আব্বাস আলী জানান, বুধবার রাত ৮টার দিকে বন্ধুবান্ধবসহ বিদ্যুৎ তার দোকানে এসে চা-বিস্কুট খায়। পরে পাওনা টাকা চাওয়ায় তিনি তার ওপর চড়াও হয়ে আবোল-তাবোল কথা বলতে থাকেন। একপর্যায়ে কেটলিতে থাকা গরম পানি তার হাতে ঢেলে দেয় ও মারধর শুরু করে। এ ছাড়া দোকানের চায়ের কাপগুলোও ভেঙে ফেলে। এ সময় ভয়ে আব্বাস আলী পালিয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় তিনি বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়ে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আব্বাস আলী আরও বলেন, এর আগেও দোকান বাকির টাকা চাওয়ায় কয়েকবার বিদ্যুৎ তাকে মারধর করেছে এবং দোকানপাট ভাঙচুর করেছে। দলের প্রভাব থাকায় তার কোনো বিচার হয়নি।

প্রত্যক্ষদর্শী কলাবাড়িয়া এলাকার বাবলু শেখ বলেন, টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কেটলির গরম পানিতে আব্বাস আলীর হাত ঝলসে যায়।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিক হাসান বিদ্যুৎ বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বরং তার দিকেই কেটলির গরম পানি ছোড়া হয়েছিল। ওই পানি তার হাতে পড়েছে। আর ওই দোকানদার তার কাছে বকেয়া কোনো টাকা পান না।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছিল, বিদ্যুৎকে পাওয়া যায়নি। 

লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

Link copied!