• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ভারতে পালাচ্ছিলেন ছাত্রলীগ নেতা শাহাজাদা, আটক হলেন যেভাবে


হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৮:৫৭ পিএম
ভারতে পালাচ্ছিলেন ছাত্রলীগ নেতা শাহাজাদা, আটক হলেন যেভাবে
আটক শাহাজাদা আলম। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পালাচ্ছিলেন শাহাজাদা আলম (২৬) নামের এক ছাত্রলীগ নেতা। এসময় চেকপোস্টে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটক শাহাজাদা আলম নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ও সৈয়দপুরের শাহেবপাড়া মহল্লার মনজুর আলমের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম জানান, আটক ছাত্রলীগ নেতা তার পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। পাসপোর্ট এক্সিটের সময় সৈয়দপুর থানায় রিকুইজিশন দিলে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিষ্ফোরক আইনে মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে একইদিন সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোনো দুষ্কৃতকারী যেন ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসাররা সবসময় সতর্ক রয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!