• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

ছাত্রলীগ নেতা সাদ্দাম ৩ দিনের রিমান্ডে


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৩:৫৬ পিএম
ছাত্রলীগ নেতা সাদ্দাম ৩ দিনের রিমান্ডে

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন নয়নকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টায় কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেট মো. মজনু মিয়া এ আদেশ দেন। সাদ্দাম হোসেনের আইনজীবী শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের একটি দল। সাদ্দাম হোসেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আদালত সূত্রে জানা যায়, কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেন। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আশিক হত্যা মামলায় সাদ্দাম হোসেনকে আদালতে তোলা হলে ১০দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, সাদ্দাম হোসেনকে জিঙ্গাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Link copied!