• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সাংবাদিক-শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রলীগ নেতা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৮:১৯ পিএম
সাংবাদিক-শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ক্ষমা চাইলেন ছাত্রলীগ নেতা

রাজশাহী কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের টর্চার সেলে সাংবাদিকসহ শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন কলেজ ছাত্রলীগ সভাপতি রাশিক দত্ত। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দেন তিনি। এছাড়া নির্যাতনের সঙ্গে সম্পৃক্তদের ২৪ ঘন্টার মধ্যে দল থেকে বহি:ষ্কারের আশ্বাস দেন কলেজ ছাত্রলীগের এই নেতা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনায় বসেন কলেজ প্রশাসন, কলেজ ছাত্রলীগ, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিসহ, সাংবাদিক ইউনিয়ন ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল খালেক বলেন, “এটি খুবই দুঃখজনক ঘটনা। রাজশাহী কলেজের সুনামকে নষ্ট করতে কিছু ছাত্রলীগ নামধারী ছাত্রাবাসে যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা সমাধানে কলেজ প্রশাসন আন্তরিক। উদ্ভুত ঘটনায় ছাত্রলীগ ক্ষমা চেয়েছে। আর হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। কিন্তু কলেজের ছাত্র নয়। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।”

এর আগে, মিছিলে না যাওয়ায় রাজশাহী কলেজ হোস্টেলে সংবাদকর্মীসহ ৩০ জন শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ। 
বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ই ব্লক ও বি ব্লকে এ নির্যাতনের ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজ ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের জোরপূর্বক মিছিল-মিটিং দলীয় কর্মসূচিতে নিয়ে যায় ছাত্রলীগ। যেতে না চাইলে মারধরসহ নানাভাবে হয়রানির শিকার হতে হয়। নির্যাতন করা হয় টর্চার সেলে। গুরুত্বপূর্ণ কাজ বা অসুস্থ থাকলেও ছাড় পান না শিক্ষার্থীরা। এ ছাড়া রয়েছে সিট বাণিজ্যের অভিযোগ।

Link copied!