• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, ওসি বললেন ‘তেমন কিছু না’


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৪, ০৭:০২ পিএম

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে নরসিংদীর সদর উপজেলা মোড়ে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত ছাত্রজনতার গণমিছিল নিয়ে বিকেলে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে আসেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এসময় মিছিলে বাধা দেন যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এক পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বেধড়ক লাঠিপেটা ও মারধর শুরু করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হন। এসময় পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না।”

Link copied!