• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,

পরীক্ষা দিতে এসে ‘গণধোলাই’ খেলেন ছাত্রলীগকর্মী


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৪:২৯ পিএম
পরীক্ষা দিতে এসে ‘গণধোলাই’ খেলেন ছাত্রলীগকর্মী
শিহাব আল রশিদ ওরফে গালি। ছবি : সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) পরীক্ষা দিতে এসে গণধোলাইয়ের শিকার হয়েছেন শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭) নামের এক ছাত্রলীগকর্মী। মারধরের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭) রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তার বাড়ি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামে। আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। তখন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন শিহাব।

শিক্ষার্থীরা জানান, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন শিহাব। পরে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব। আজ সকাল ১০টায় মেডিকেল কলেজের গেটে দেখে শিহাবকে দেখে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নেওয়া হয়। ওই এলাকায় মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার নামে থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!