নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে খাদে পড়ে সাকিব হোসেন (২৭) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃর্তিপুর মোড়ে এদুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ফাহিম বিশ্বাস (২৬) নামে আরও একজন গুরুতর আহত হন। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নিহত সাকিব ঝিকরগাছা পৌর শহরের মোবারকপুর গ্রামের বাসিন্দা এবং জেলা ছাত্রদলের সহ ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব ও ফাহিম প্রাইভেটকারে যশোর থেকে ঝিকরগাছায় ফিরছিলেন। কৃর্তিপুর মোড়ে গাড়িটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে চালকের আসনে থাকা সাকিব ঘটনাস্থলেই মারা যান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, গাড়িটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বাড়িতে হস্তান্তর করা হয়েছে। আহত যুবককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।