• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

রাত জেগে ‘কেএফসি’ পাহারা দিল ছাত্রদল


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৫:৪৯ পিএম
রাত জেগে ‘কেএফসি’ পাহারা দিল ছাত্রদল

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। এসময় কয়েকটি স্থানে মিছিল থেকে কিছু দুষ্কৃতিকারী বাটা শোরুম ও কেএফসিসহ কয়েকটি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাট চালায়।

সোমবার (৭ এপ্রিল) রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল যোগে এসে এই হামলা চালানোর চেষ্টা করে।

এ ঘটনার পর থেকে কিছুটা ওই এলাকায় আতঙ্কিত হয়ে পড়েন অন্য ব্যবসায়ীরা। তবে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা রাত জেগে দিয়েছেন। এ ছাড়াও ওই ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সামনে পুলিশ টহলও জোরদার করা হয়েছে।

রাজশাহী কলেজ ছাত্রদল নেতাকর্মীরা বলেন, “ফিলিস্তিনে ইজরায়েলি দখলদারদের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ সারা দিনই রাজশাহী মিছিলের ও বিক্ষোভের নগরীতে রুপ নিয়েছিল। এর ফাঁকে সন্ধ্যার পর কিছু দুষ্কৃতিকারী আলুপট্টির কেএফসি আউটলেটে হামলা চালিয়ে সামনের কাঁচ ভেঙে দেয়। সারা দেশে দুষ্কৃতিকারীদের দ্বারা হামলা ও লুটপাট দেখে আমরা চিন্তিত ছিলাম। তাই আমরা ছাত্রদলের নেতাকর্মীরা আলোচনা আউটলেটটি পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরাও ফিলিস্তিনের জন্য বয়কট ক্যাম্পেইনের সঙ্গেই আছি। কিন্তু কোনো ভাঙচুর ও লুটপাট আমরা সমর্থন করি না।”

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, কেএফসি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ভাঙচুর ও নাশকতার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।

Link copied!